Tech Palace
This is a crucial
 Welcome To Tech Palace

Hello Visitors, Welcome.

 WELCOME

              T
E
C
H
P
A
L
A
C
E
       

 WELCOME

Friday 15 August 2014

আপনি কি এইচ.টি.এম.এল , জাভাস্ক্রিপ , সি.এস.এস , ওয়েব ডিজাইন, ফ্লাশ ইত্যাদি শিখতে চান?? তাহলে এই টিউন টা আপনার জন্য !!!!

11 
সবাই কেমন আছেন ?? আমি আপনাদের সবার দোয়ায় ভালই আছি !!আজ আমার টিউন এর শিরোনাম দেখে ত অনেকেই বলছে এই হকার টেকটিউনস এ কি করছে  । ত আসা যাগ আমার আজকের টিউন সর্ম্পকে । আমি এইচ.টি.এম.এল , জাভাস্ক্রিপ , সি.এস.এস , ওয়েব ডিজাইন , জুমলা , ওয়ার্ডপ্রেশ , ব্লগার , ওয়েব হোস্টিং ইত্যাদির মটামটি বেসিক কাজ গুলো জানি !! কিন্তু এর জন্য আমি কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নেই !!! আমি যা শিখেছি তা আমার নিজের চেস্টায় !! কিন্তু আমার এই চেস্টা কে সফল করেছে কয় একটি ওয়েব সাইট । আমি এই সব ওয়েব সাইট থেকে বিভিন্ন টিউটোরিয়াল পরে এই কাজ গুলো শিখেছি ।ত আজ আমি ঐ সব সাইট এর সাথে আপনাদের পরিচয় করে দিব ।

দেশের জনপ্রিয় সব টিউটোরিয়াল সাইট নিয়ে প্রয়োজনীয় তথ্য

এই শতাব্দীতে প্রযুক্তি ছাড়া কোনকিছু ভাবতে যাওয়া যেন অনেকটাই ঢাল-তলোয়ার ছাড়া নিধিরাম সর্দারের মতো! তাই এগুতে হলে যুদ্ধাস্ত্র সঙ্গে রাখা বাঞ্ছনীয়, সেক্ষেত্রে ওয়েব ডেভেলপিং সংশ্লিষ্ট কাজকেই অনেকে যুতসই সরঞ্জাম মনে করছেন, বিশেষত তরুণদের মাঝে আগ্রহ আশাব্যাঞ্জক। তবু কিছু কথা থেকে যায়! আপনি কিভাবে শিখবেন এইচটিএমএল থেকে শুরু করে অন্যান্য দরকারী ল্যাঙ্গুয়েজগুলো? কোথায় শিখবেন কিংবা কোনটা ভালো? এ সম্পর্কে তথ্য দিতেই আমার আজকের প্রচেষ্টা...
বাংলাদেশে এখন বিভিন্ন ওয়েব ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেশ কয়েকটি টিউটোরিয়াল ভিত্তিক সাইট আপনি পাবেন যা আপনাকে যথেষ্টই সাহায্য করবে। এখানে ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট বর্ননা এবং সরলোক্তি একজন শিক্ষানবীশের জন্য সহজবোধ্য। চলুন পরিচিত হই তেমন কিছু সাইটের সাথে

Wednesday 13 August 2014

এই সেই ৪০ জন ব্যক্তি – যাদের কারণে আজকের এই সমৃদ্ধ ওয়েব ও ইন্টারনেট


ইন্টারনেট বিশ্ব কে শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছে । আমরা এখন পত্রিকার বদলে অনলাইনে নিউজ পড়ি । আমাদের মধ্যে অধিকাংশই এখন কাগজ কলমের বদলে ইমেইল এর মাধ্যমে যোগাযোগ করে । আমরা অনলাইন এ চলচিত্র দেখি, যা বর্তমানে এক ব্যাপক ব্যবসা উদ্যোগে পরিণত হয়েছে । আমরা এখন ইন্টারনেট এর সাহায্যেই কেনাকাটা বা বিল পরিশোধ করতে পারি । ওয়েব বন্ধুত্বকেও বিভিন্ন সামাজিক মিডিয়া তে পরিণত করেছে । এর ফলে আমরা আমাদের শৈশবের বন্ধুদের সাথে সাক্ষাত করার সুযোগ পাই । এটি একটি জীবন পরিবর্তনকারী ঘটনা হতে পারে ।
একটি মহান ধারণা থাকা একটি বিষয় । আর সেই মহান ধারণাকে পরিবর্তন আর নিবর্তন এর মাধ্যমে বস্তবে রূপান্তরিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ । এখানে, এই বিশিষ্ট মানুষেরা যাদের গুরুত্বপূর্ণ প্রভাবে ওয়েব পরিচালিত হয়েছেঃ অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে । তারা ইন্টারনেট কে পরিবর্তন করেছে এবং আমাদের জীবন ধারার পরিবর্তন করে বর্তমান অবস্থায় এনেছে । ইন্টারনেট ছাড়া বিশ্বকে এক মুহূর্তের জন্য কল্পনা করুন । আপনি পারবেন না, কারন এটি এখন আমাদের দৈনন্দিন জীবনে রূপান্তরিত হয়ে গেছে ।

কি মন খারাপ? তাহলে দেখে নিন গুগল এর মজার কিছু বিষয়

“গুগল” এর শুরুটা হয়েছিল একটি গ্যারেজে। এটি ছিলো সান্তা মার্গারিটা এভিনিউ- মেনলো পার্ক ক্যালিফোর্নিয়ার সুসান ওজচিক্কি গ্যারেজ। এক সময় ল্যারি পেইজ ও সের্গেই বিন গুগলকে ইয়াহুর কাছে বিক্রি করতে চেয়েছিলো। একবার গুগলও ইয়াহুকে কিনতে চেয়েছিলো।
গুগল এর মজার কিছু বিষয়:
গুগল যে সবসময় কাজেই ব্যবহৃত হবে এমন তো কোনো কথা নেই। মাঝে মাঝে তো একটু বিনোদনও দিতে পারে। দেখুন নিচের লিংকগুলো দেখুন:

http://www.google.com.hk/intl/zh-CN/landing/shuixia এই লিংকে গেলে আপনি পানির নিচে হাবুডুবু খেতে থাকবেন। এমনকি আপনি যাই সার্চ করবেন সেগুলোও উপর থেকে নিচের দিকে এসে পানিতে ডুবে যাবে। আর যদি নাগড়দোলায় চড়তে চান তাহলে Google এ গিয়ে লিখুন Do a barrel roll, তারপর এন্টার। দেখুন আপনাকে তিন চক্কর নাগরদোলার দোল খাইয়ে নিয়ে আসবে। তাতেও যদি মন না ভরে তাহলে Google এ গিয়ে টাইপ করুন Google Sphere এবং এন্টার দিন। দেখবেন আপনার সবকিছুই ঘুরতেছে। আরা যারা গুগলের ভাঙচুর দেখতে চান তারা Google এ গিয়ে লিখুন Google gravity, তারপর এন্টার দেওয়ার পর প্রথম যে লিংকটি আসবে সেটিতে ক্লিক করুন। বাকিটুকু গুগল-ই আপনাকে করে দেখাবে। আর যদি গুগলকে উল্টাপাল্টা দেখতে চান তাহলে চলে যান এই লিংকে http://elgoog.im/

সময় হলে ঘুরে আসতে পারেন এখান থেকে।

Monday 11 August 2014

মজার মজার কিছু গুগল ট্রিকস

সবাই আশা করি ভাল আছেন। আজকে কিছু মজার মজার গুগল ট্রিকস নিয়ে আলোচনা করব। অবশ্য এখানে শিক্ষামূলক তেমন কিছুই নাই! গুগলে সার্চ বক্সের পাশে I’m feeling Lucky বা ভাগ্যবান অনুভব করছি লেখাটা নিশ্চয়ই দেখছেন। কিন্তু মনে হয় এটা নিয়া বেশি ঘাটাঘাটি করেন নাই। এই ঘাটাঘাটির কিছু ফল আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই ঘাটাঘাটির কীরূপ ফল পাওয়া যায়।

 1. Google Gravity
প্রথমে https://www.google.com/ এ যান, তারপর টাইপ করুন Google Gravity এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। নিচের চিত্রে দেখুনঃ

 
তারপর দেখুন মজা। গুগল যেন মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ভেঙ্গে পড়ছে।

Friday 7 February 2014

কোন ফাইল শেয়ারিং সাইটে আপনি আপনার ফাইলটি আপলোড দিবেন!



আমাদের অনেক সময় নিজেদের ফাইলগুলি অন্যদের কাছে শেয়ার করার জন্য বিভিন্ন সাইটে আমরা ফাইল আপলোড করি। কিন্তু আমরা অনেকেই সঠিক ফাইল শেয়ারিং সাইট ব্যবহার করি না অথবা খুজে পাইনা। আমাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট Medaifirehttp://www.mediafire.com/ কারণ আমরা এর সার্ভিস ফ্রীতে পাই। ফ্রী একাউন্টে Disk Space দেওয়া হয় 10GB কিন্তু এর বিভিন্ন সীমাব্ধতা থাকার জন্য আমাদের এটি ব্যবহার করতে অনেক সমস্যায় পড়তে হয়। এইসব সমস্যার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হল ফাইলগুলির ডাউনলোড লিংক অকার্যকর হয়ে যাওয়া। এর ফলে আপনার দেওয়া ফাইলের লিংকে ক্লিক করলে একটি Error পেজ দেখানো হয় এবং ফাইলটি ডাউনলোড করা যায়না। এছাড়াও Mediafire এর আরও অনেক সমস্যা রয়েছে। সে সম্পর্কে আর আলোচনায় যাব না।
Copy.com_logo_1_60
এখন সমাধানে আসা যাক, ফাইল শেয়ারিং এর অন্যতম সেরা ও নির্ভরযোগ্য সাইট Copy https://www.copy.com/ যা আপনাকে 15GB Disk Space দিবে একদম ফ্রী!!! আর আপনার ফাইলের ডাউনলোড লিংক কখনও অকার্যকর হবে না। এমনকি আপনি Direct Download Link ও ব্যবহার করতে পারবেন!!! তাই আর কথা না বাড়িয়ে চলে যান https://www.copy.com/ আর রেজিট্রেশন করে ফেলুন এবং তৈরী করে ফেলুন আপনার নির্ভরযোগ্য ক্লাউড স্পেস!!!
*সর্বপ্রথম প্রকাশিত ---> http://www.prozukti.com

Sunday 2 February 2014

How to add template in your blog.

প্রথমে আপনার জিমেইল আইডি দিয়ে গুগলে লগিন করুন । তার পড় www.blogger.com এ চলে যান । আপনার ব্লগ বাছাই করুন । এখন নিচের ছবির মতন {1} টেম্পলেট এ ক্লিক করুন । {2} লোড হওয়ার পরে উপরের ডান কোনায় দেখুন ব্যাক আপ / পুনরুদ্ধার করুন বাটন আছে । তাতে ক্লিক করুন ।

100 blogger Templates

1. To get Templates Please click....

2. ব্লগিং করে ভারতের ১০ জন ব্লগারদের মাসিক ইনকাম!!! Please click....

আপনার ব্লগের লোডিং স্পীড দিগুন করে নিন

আপনার ব্লগের ভিজিটর বৃদ্ধির করতে লোডিং স্পীড একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের মত নতুন ব্লগারদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমার যারা নতুন তারা প্রত্যেকে যখন সুন্দর কোন গ্যাজেট দেখে তখনি সেটি নিজের ব্লগে যুক্ত করতে ইচ্ছে করে এবং দেখা যায় ব্লগে নানা ধরনের ভারী সাইজের ফাইল এবং গ্যাজেট যুক্ত করি তখন দেখা যায় আমাদের ব্লগ লোডিং হতে বেশি সময় লাগে। আমি নিজে এটি ব্যবহার করছি আপনিও ব্যবহার করে আপনার ব্লগের স্পীড বৃদ্ধি করে নিতে পারেন। আসুন এবার কাজের কথায় আসি, যা করতে হবে আপনাকে 


Step 1: Log in to your Blogger account and Go to your Blogger Dashboard
Step 2: Click on  Now click on -> Template -> Edit HTML-> Unfold code  
Step 3: Now Find this code </Head> by pressing Ctrl + F
Step 4: </head>অপশনটি খুজে পাইলে এর ঠিক উপরে নিচের কোডটি পেস্ট করুন


Friday 31 January 2014

WEB DESIGN Tutorial Learning Link.

Unit 1 - প্রাথমিক ধারনা 


প্রয়োজনীয় লিঙ্ক


Unit 2 - ওয়েব সাইটের গঠন - ক্লায়েন্টের অংশ 


প্রয়োজনীয় লিঙ্ক 

  1. http://www.blooberry.com/indexdot/css/propindex/all.htm
  2. http://css-tricks.com/the-difference-between-id-and-class/
  3. http://htmldog.com/guides/javascript/beginner/makingstuffhappen/
  4. http://www.echoecho.com/javascript0.htm
  5. http://referencedesigner.com/tutorials/js/js_1.php
  6. https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript
  7. https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/Guide

 

Unit 3 - ওয়েব সাইটের গঠন - সার্ভারের অংশ 

 

 

 

 

 

Driver Pack solution 2014- ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি

আস্সালামু আলাইকুম আশাকরি সাবাই ভাল আছেন, আজ আমি আপনাদের সাথে  Driver Pack solution 2014 শেয়ার করব , এই সফটয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ দেোয়ার পর ড্রাইভারের কোন চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে যে কোন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারেন।সফটওয়্যার টি আপনার কম্পিউটারের  সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে। আর হ্যা সফটয়্রারটি 7.5 জিবি ।এটি সকল উইন্ডোস ফরমেটের  32 BIT এবং   64 BIT সাপোট করে। (2000, XP, 2003, Vista, Win 7,Win 8 ). ড্রাইভার  ইস্সটলের সময়  নেটের প্রয়োজন নেই R ড্রাইভার আপডেট করতে নেট লাগবে। আপনারা যাতে নেট কানেকশন ছাড়া কাজ করতে পারেন সেজন্য আমি  Driver Pack solution 13.14 - 7.5 জিবি ফাইলটা  আপলোড করে দিয়ছি।ডাউনলোড শেষে  RaR সফট দিয়ে এক্সট্রাক্ট করে ফ্লোডারটি োপেন করুন  & Driver pack solution.exe তে  ক্লিক করলে আপনার কম্পিউটারের ড্রাইভার গুলেো দেখাবে।এখন আপনার  যেটা যেটা দরকার সেটাতে টিক দিয়ে  Install  এ ক্লিক করলে  কাজ শুরু হয়ে যাবে  ।

QUICKLY এইচটিএমএল ও সিএসএস কোড লিখা সহজ উপায়

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশাকরি সকলে খুব খুব ভালো আছেন। আজকের এই পোস্টটি শুধুমাত্র ওয়েব ডিজাইনার / ডেভোলপারদের জন্য। যারা ওয়েব ডিজাইনকে প্রফেশনাল ভাবে নিয়েছেন তাদের বিভিন্ন সাইট কোডিং করতে হয় অনেক ধ্রুত। তবে ধ্রুত কোড টাইপ করা চাট্টিখানি কথা নয়! অনেক ক্ষেত্রে ধ্রুত টাইপ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে ওয়েব ডিজাইনে ভুলের সুযোগ নেই, তাই সবসময় সতর্ক থাকতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নোটপ্যাড++ এ খুব সহজেই এইচটিএমএল ও সিএসএস লিখা যায়।

সহজেই কোড লিখা উপায় 

এই জন্য প্রথমেই আপনার কাছে Notepad++ টেক্সট এডিটরটি থাকতে হবে। এটি যদি আপনার থাকে না থেকে থাকে তবে এখানে থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

এবার Zen Coding টি এখান থেকে ডাউনলোড করে নিন।

Thursday 30 January 2014

অজানা ইংরেজি শব্দের উপর ডাবল ক্লিক করেই জেনে নিন বাংলা অর্থ (মজিলা-ফায়ারফক্স ব্রাউজারের জন্য)

ইন্টারনেটে আধিকাংশ ওয়েবসাইট-ই সাধারনত ইংরেজি ভাষায় হয়ে থাকে। অনেক অজানা শব্দের কারনে সবকিছুর অর্থ আমরা সবসময় বুঝে উঠতে পারি না। অনেক শব্দের অর্থ খুজার জন্য আমাদের ডিকশনারির দ্বারস্থ হতে হয়। এই সমস্যাটির সমাধান হিসেবে বিডিওয়ার্ড ডেভেলপমেন্ট টিম মজিলা-ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন তৈরি করেছে। যারা ইন্টারনেট ব্রাউজ করার জন্য মজিলা-ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তারা বিডিওয়ার্ডের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। এক্সটেনশটি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। তারপর ব্রাউজার রিস্টার্ট দিয়ে যেকোন ইংরেজি ওয়েবসাইটে (যেমন ডেইলিস্টার, উইকিপিডিয়া) যান। তারপর যেকোন অজানা ইংরেজি শব্দের উপর পরপর দুইবার ক্লিক(ডাবল ক্লিক) করলেই আপনি পেয়ে যাবেন সে শব্দের বাংলা অর্থ।
যারা মজিলা-ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে থাকেন তারা বিস্তারিত জানতে ও ডাউনলোড লিঙ্ক পেতে ভিসিট করুণ নিচের লিঙ্কেঃ
http://www.bdword.com/firefox-extension.php?q=english-to-bengali-dictionary
আর যারা ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকেন তারা ক্রোম ব্রাউজার নিয়ে আমার আগের টিউনটি দেখতে পারেনঃ http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/195878
আর যারা জানেন কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় তারা সরাসরি ক্রোম ওয়েবস্টোর থেকে এক্সটেনশনটি ইনস্টল করে নিতে পারেন নিচের লিঙ্কে ক্লিক করেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/bdword-english-to-bengali-d/
নিচের স্ক্রিনশট-টি দেখলে বুঝতে পারবেন কিভাবে এক্সটেনশনটি কাজ করে।

Sunday 19 January 2014

পেনড্রাইভ ফরমেট না হলে ফরমেট করার উপায়।

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
back to top