Tech Palace
This is a crucial
 Welcome To Tech Palace

Hello Visitors, Welcome.

 WELCOME

              T
E
C
H
P
A
L
A
C
E
       

 WELCOME

Monday 11 August 2014

মজার মজার কিছু গুগল ট্রিকস

সবাই আশা করি ভাল আছেন। আজকে কিছু মজার মজার গুগল ট্রিকস নিয়ে আলোচনা করব। অবশ্য এখানে শিক্ষামূলক তেমন কিছুই নাই! গুগলে সার্চ বক্সের পাশে I’m feeling Lucky বা ভাগ্যবান অনুভব করছি লেখাটা নিশ্চয়ই দেখছেন। কিন্তু মনে হয় এটা নিয়া বেশি ঘাটাঘাটি করেন নাই। এই ঘাটাঘাটির কিছু ফল আজকে আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নিই ঘাটাঘাটির কীরূপ ফল পাওয়া যায়।

 1. Google Gravity
প্রথমে https://www.google.com/ এ যান, তারপর টাইপ করুন Google Gravity এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। নিচের চিত্রে দেখুনঃ

 
তারপর দেখুন মজা। গুগল যেন মধ্যাকর্ষণ শক্তি হারিয়ে ভেঙ্গে পড়ছে।


2. Epic Google
প্রথমে https://www.google.com/ এ যান, তারপর টাইপ করুন Epic Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর সবকিছু যেন খালি বড়ই হতে থাকবে, এই বড় হওয়ার মনে হয় আর শেষ হবে না!


3. Google Loco
প্রথমে https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Google Loco এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর দেখুন চাইনিজ জাতীয় কিসব লেখা এসেছে তাই না?


4. Loneliest Number
আগের মত https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Loneliest Number এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি গুগলকেই ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারবেন।


5. Annoying Google
আগের মত https://www.google.com/ এ যেয়ে টাইপ করুন Annoying Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। এখানে আপনার মনে হবে যেন মান্দাতা আমলের কোন গুগলকে দেখতাসেন!

6. Google Hacker https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Hacker এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। গুগল যদি হ্যাকারদের তৈরি হত, তাহলে দেখতে কেমন লাগত আপনি তা এখানে দেখতে পাবেন।

7. Rainbow Google https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Rainbow Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর রংধনুময় গুগল দেখুন।

8. Google Magic https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Magic এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর গুগলের ম্যাজিক দেখুন।

9. Early Google https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Early Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। তারপর এখানে আপনি গুগলের পুরো ইতিহাস দেখতে পারবেন।

10. Google Mirror https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Mirror এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। এখানে সবকিছুকে আপনি উল্টা ভাবে দেখতে পাবেন।

11. Google Sphere https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Sphere এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। সবকিছু যেন প্রাণশক্তি ফিরে পেয়ে নড়াচড়া করছে।

12. Weenie Google https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Weenie Google এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক করুন। Epic Google যা দেখছিলেন এটা তার উল্টা। সবকিছুই এখানে ছোট থেকে ছোটতর হতে থাকবে।

13. Google Guitar
সব শেষে দিলাম একটা জোস ট্রিকস! যাদের গিটার বাজানোর শখ আছে কিন্তু গিটার নাই তাদের জন্য এটা সান্ত্বনা হতে পারে! এটার জন্য আগের মত https://www.google.com/ এ যান এবং টাইপ করুন Google Guitar এবং পাশের I’m feeling Lucky অথবা ভাগ্যবান অনুভব করছি লেখাটায় ক্লিক মারুন। তারপর গুগল গিটার আসবে। তারপর আপনার ইচ্ছামত গিটার বাজান সাথে রেকর্ড করারও Option আছে।

No comments:

Post a Comment

back to top