Tech Palace
This is a crucial
 Welcome To Tech Palace

Hello Visitors, Welcome.

 WELCOME

              T
E
C
H
P
A
L
A
C
E
       

 WELCOME

Friday 31 January 2014

WEB DESIGN Tutorial Learning Link.

Unit 1 - প্রাথমিক ধারনা 


প্রয়োজনীয় লিঙ্ক


Unit 2 - ওয়েব সাইটের গঠন - ক্লায়েন্টের অংশ 


প্রয়োজনীয় লিঙ্ক 

  1. http://www.blooberry.com/indexdot/css/propindex/all.htm
  2. http://css-tricks.com/the-difference-between-id-and-class/
  3. http://htmldog.com/guides/javascript/beginner/makingstuffhappen/
  4. http://www.echoecho.com/javascript0.htm
  5. http://referencedesigner.com/tutorials/js/js_1.php
  6. https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/A_re-introduction_to_JavaScript
  7. https://developer.mozilla.org/en-US/docs/Web/JavaScript/Guide

 

Unit 3 - ওয়েব সাইটের গঠন - সার্ভারের অংশ 

 

 

 

 

 

Driver Pack solution 2014- ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি

আস্সালামু আলাইকুম আশাকরি সাবাই ভাল আছেন, আজ আমি আপনাদের সাথে  Driver Pack solution 2014 শেয়ার করব , এই সফটয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ দেোয়ার পর ড্রাইভারের কোন চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে যে কোন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারেন।সফটওয়্যার টি আপনার কম্পিউটারের  সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে। আর হ্যা সফটয়্রারটি 7.5 জিবি ।এটি সকল উইন্ডোস ফরমেটের  32 BIT এবং   64 BIT সাপোট করে। (2000, XP, 2003, Vista, Win 7,Win 8 ). ড্রাইভার  ইস্সটলের সময়  নেটের প্রয়োজন নেই R ড্রাইভার আপডেট করতে নেট লাগবে। আপনারা যাতে নেট কানেকশন ছাড়া কাজ করতে পারেন সেজন্য আমি  Driver Pack solution 13.14 - 7.5 জিবি ফাইলটা  আপলোড করে দিয়ছি।ডাউনলোড শেষে  RaR সফট দিয়ে এক্সট্রাক্ট করে ফ্লোডারটি োপেন করুন  & Driver pack solution.exe তে  ক্লিক করলে আপনার কম্পিউটারের ড্রাইভার গুলেো দেখাবে।এখন আপনার  যেটা যেটা দরকার সেটাতে টিক দিয়ে  Install  এ ক্লিক করলে  কাজ শুরু হয়ে যাবে  ।

QUICKLY এইচটিএমএল ও সিএসএস কোড লিখা সহজ উপায়

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশাকরি সকলে খুব খুব ভালো আছেন। আজকের এই পোস্টটি শুধুমাত্র ওয়েব ডিজাইনার / ডেভোলপারদের জন্য। যারা ওয়েব ডিজাইনকে প্রফেশনাল ভাবে নিয়েছেন তাদের বিভিন্ন সাইট কোডিং করতে হয় অনেক ধ্রুত। তবে ধ্রুত কোড টাইপ করা চাট্টিখানি কথা নয়! অনেক ক্ষেত্রে ধ্রুত টাইপ করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে ওয়েব ডিজাইনে ভুলের সুযোগ নেই, তাই সবসময় সতর্ক থাকতে হয়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই নোটপ্যাড++ এ খুব সহজেই এইচটিএমএল ও সিএসএস লিখা যায়।

সহজেই কোড লিখা উপায় 

এই জন্য প্রথমেই আপনার কাছে Notepad++ টেক্সট এডিটরটি থাকতে হবে। এটি যদি আপনার থাকে না থেকে থাকে তবে এখানে থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

এবার Zen Coding টি এখান থেকে ডাউনলোড করে নিন।

Thursday 30 January 2014

অজানা ইংরেজি শব্দের উপর ডাবল ক্লিক করেই জেনে নিন বাংলা অর্থ (মজিলা-ফায়ারফক্স ব্রাউজারের জন্য)

ইন্টারনেটে আধিকাংশ ওয়েবসাইট-ই সাধারনত ইংরেজি ভাষায় হয়ে থাকে। অনেক অজানা শব্দের কারনে সবকিছুর অর্থ আমরা সবসময় বুঝে উঠতে পারি না। অনেক শব্দের অর্থ খুজার জন্য আমাদের ডিকশনারির দ্বারস্থ হতে হয়। এই সমস্যাটির সমাধান হিসেবে বিডিওয়ার্ড ডেভেলপমেন্ট টিম মজিলা-ফায়ারফক্স ওয়েব ব্রাউজারের জন্য একটি এক্সটেনশন তৈরি করেছে। যারা ইন্টারনেট ব্রাউজ করার জন্য মজিলা-ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তারা বিডিওয়ার্ডের এক্সটেনশনটি ব্যবহার করতে পারেন। এক্সটেনশটি আপনার ব্রাউজারে ইনস্টল করে নিন। তারপর ব্রাউজার রিস্টার্ট দিয়ে যেকোন ইংরেজি ওয়েবসাইটে (যেমন ডেইলিস্টার, উইকিপিডিয়া) যান। তারপর যেকোন অজানা ইংরেজি শব্দের উপর পরপর দুইবার ক্লিক(ডাবল ক্লিক) করলেই আপনি পেয়ে যাবেন সে শব্দের বাংলা অর্থ।
যারা মজিলা-ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করে থাকেন তারা বিস্তারিত জানতে ও ডাউনলোড লিঙ্ক পেতে ভিসিট করুণ নিচের লিঙ্কেঃ
http://www.bdword.com/firefox-extension.php?q=english-to-bengali-dictionary
আর যারা ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করে থাকেন তারা ক্রোম ব্রাউজার নিয়ে আমার আগের টিউনটি দেখতে পারেনঃ http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/195878
আর যারা জানেন কিভাবে এক্সটেনশন ইনস্টল করতে হয় তারা সরাসরি ক্রোম ওয়েবস্টোর থেকে এক্সটেনশনটি ইনস্টল করে নিতে পারেন নিচের লিঙ্কে ক্লিক করেঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/bdword-english-to-bengali-d/
নিচের স্ক্রিনশট-টি দেখলে বুঝতে পারবেন কিভাবে এক্সটেনশনটি কাজ করে।

Sunday 19 January 2014

পেনড্রাইভ ফরমেট না হলে ফরমেট করার উপায়।

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন। দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
back to top