Tech Palace
This is a crucial
 Welcome To Tech Palace

Hello Visitors, Welcome.

 WELCOME

              T
E
C
H
P
A
L
A
C
E
       

 WELCOME

Tuesday 10 December 2013

ট্রাইল ভার্সন সফটওয়্যার কে চালান দিনের পর দিন

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় নানা ধরনের সফটওয়্যার ইনস্টল করে থাকি। এই সফটওয়্যার গুলোর অনেক গুলোই থাকে ট্রাইল ভার্সন যা একটা নিদৃষ্ট সময় পর আর কাজ করে না। এই সমস্যা সমাধান করতে পারে runasdate নামের এই ছোট্ট Freeware. মাত্র ২১.১০ কেবি এই Freeware টি  ট্রাইল ভার্সন সফটওয়্যারের  date পাল্টিয়ে দিয়ে আবার চালাতে সক্ষম করে তোলে।
16.png
প্রথমে runasdate Freeware টি ডাউনলোড করে run করুন, এখন যে ট্রাইল ভার্সন সফটওয়্যারটির সময় পার হয়েছে তার .EXE ফাইল Browse করে দেখিয়ে দিন। তারপর সফটওয়্যারটির মেয়াদ শেষ হওয়ার আগের কোন Date বসিয়ে দিন এবং Run বাটনে ক্লিক করুন। ( বি:দ্র: সফটওয়্যারটির ইনস্টলের আগের Date বসালে কাজ করবে না )

Thursday 28 November 2013

খুব সহজেই পেন ড্রাইভ থেকে উইন্ডোজ ইনস্টল করুন



পোস্টের শুরুতেই সবাইকে জানাই সালাম। আজ আপনাদের সাথে খুব প্রয়োজনীয় একটি টপিক নিয়ে আলোচনা করবো, আশা করি টপিকটি আপনাদের কাজে আসবে। মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম তথা ওএস হল উইন্ডোজ। সারা বিশ্বেই উইন্ডোজ একটি জনপ্রিয় ওএস, বাংলাদেশও উইন্ডোজ জনপ্রিয় একটি জনপ্রিয় ওএস। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভ দিয়ে কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়া যায়।

যেভাবে পেন ড্রাইভ দ্বারা উইন্ডোজ সেটআপ দিবেন

এর জন্য প্রথমেই আপনার দরকার পড়বে Universal-USB-Installer সফটওয়্যারটি। সফটওয়্যারটি আপনার কাছে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
এরপর আপনাকে উইন্ডোজের একটি .iso ফাইল ডাউনলোড করে নিতে হবে। আপনি যেই উইন্ডোজ সেটআপ করতে চান তার একটি .iso ফাইল ডাউনলোড করে নিন। এক্ষেত্রে আমি উইন্ডোজ সেভেন দ্বারা সেটআপ করা দেখাবো।

কিভাবে Windows 7 Install করতে হবে? তার পরিছন্ন বাংলা ভাষায় HD Video Tutorial

সাবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের টিউন শুরু করছি। আমার গত টিউনটি ছিলো কিভাবে Windows XP ইন্সটল করতে পারবেন মাত্র দশ মিনিটে সে বিষয়ে, যদি কেউ প্রয়োজন মনে করে থাকেন তো এখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারেন। 
তো গত টিউনের ধারাবাহিকতায় আজকের টিউন সাজিয়েছি Windows 7 কিভাবে Install করতে হবে সেটি নিয়ে। একেবারে আনাড়ীদের জন্য উপযোগী করে ভিডিও টিউটোরিয়ালটি তৈরী করার চেষ্টা করেছি। তো আর নয় বড় ভাইদের কাছে দৌড়াদৌড়ি। এবার নিজেই নিজের পিসির উইন্ডোজ ফরমেট করে নতুন করে দিয়ে ফেলুন Windows 7
টিউনটির ভালো মন্দ দিক সহ যেকোন প্রশ্ন জানতে আপনার জন্য নিচের টিউনমেন্ট বক্স অপেক্ষায় আছে। যদি মনে করেন যে বাংলা ভাষায় তৈরী এই টিউটোরিয়ালটি আপনি ছাড়াও আপনার আরো বন্ধুদের কাজে লাগবে তাহলে নিচের ফেসবুক লাইক বাটনে ক্লিক করে ছড়িয়ে দিন আপনার ফেসবুক টাইমলাইনে। শেয়ার করুন গুগল প্লাসে। মনে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী টিউনে আবার কথা হবে ইনশাল্লাহ্ । সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।

বোনাসঃ মা শিল্পী. বারি সিদ্দিকী স্টুডিও লাইভ কনসার্ট, আমার নিজের রেকডিং ও আপলোড কৃত।
এক থালা ভাত সামনে নিয়ে কান্দে বৃদ্ধা মায়।

Monday 4 November 2013

খুব সহজে আপনার ব্লগারে ব্যাক টু টপ বাটন যুক্ত করুন

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। টেক টিউনসবিডিতে এটা আমার দ্বিতীয় পোস্ট। আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার কাজের কথায় আসি।আমাদের অনেকরই এক বা একাধিক ব্লগ আছে। আর নিজেদের ব্লগটা আরেকটু সুন্দর করার জন্য আমরা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করি। আজকে আমি কিভাবে ব্লগারে (ব্লগস্পট) ব্যাক টু টপ বাটন (উইজেট) যুক্ত করতে হয় সেটাই শেয়ার করব।
যারা জানেন তারা তো জানেনই তাই যারা জানেন না তাদের জন্য এই পোস্ট। প্রথমে বলে রাখি ব্যাক টু টপ বাটন ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে ব্লগপেজ বা পোস্ট দেখতে দেখতে একদম নিচে নামার পর আবার স্ক্রল করে উপরে উঠতে ঝামেলা মনে হয় তাই এই বাটনটি যুক্ত করার ফলে আপনার ব্লগ ভিসিটররা সহজভাবে শুধু বাটনটিতে ক্লিক করেই উপরে উঠতে পারবে আর উইজেটও আপনার ব্লগকে আরও সুন্দর করবে।
প্রথমে আপনার ব্লগারে লগিন করুন >> তারপর লেআউট থেকে একটি এইচটি এম এল/জাভাস্ক্রিপট যুক্ত করুন >> এবার জাভা স্ক্রিপটটিতে  নিচের লিংক থেকে কোডটা কপি করে এনে  পেস্ট করুন >> সবশেষে সেভ করুন। আপনার কাজ শেষ।
জানিয়ে রাখা ভালো যে, আপনি উইজেটটির সাইজ বা কালার পরিবর্তন করতে পারবেন না। কাস্টমাইজ করা যায় বিভিন্ন কালারের এই রকম অনেক গুলো বাটন এর জাভাস্ক্রিপট যদিও আমার কাছে আছে কিন্তু পোস্ট অনেক বড় হবে তাই আজ আর শেয়ার করলাম না। আপনাদের যদি দরকার থাকে তাহলে না হয় আরেকদিন শেয়ার করা যাবে। কোন সমস্যা হলে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেয।

                                              জাভাস্ক্রিপট কোড লিংক 



ব্লগারে পোষ্টের নিচে শেয়ার বাটন যুক্ত করুন

এটি সাইটে এটি আমার প্রথম পোষ্ট। এই পোষ্টে আমি দেখাবো ব্লগার ব্লগ পোষ্টের নিচে এবং ব্লগ টাইটেলে নিচে কিভাবে বিভিন্ন সুন্দর শেয়ার বাটন যুক্ত করবেন। শেয়ার বাটন আপনার ব্লগকে আরও প্রফেশনাল করে তুলবে এবং অধিক ভিজিটর পেতে সাহায্য করবে।শেয়ার বাটন যুক্ত করতে আপনাকে প্রথমে ব্লগার ড্যাশবোর্ডে গিয়ে
১। template > Back up/Restore Click করে Back up রাখুন। এবার Edit HTML ক্লিক করুন। Expend Widget চেক
বক্সে টিক দিন।

২। ব্লগারের অফিসিয়াল বাটন বাদ দিতে Ctrl+F চাপুন এবং সাচ© বক্সের সাহায্যে নিচের কোডটি খুঁজে বের করুন এবং ডিলেট করুনঃ

<div
class='post-share-buttons goog-inline-block'>
        <b:if cond='data:post.sharePostUrl'>
          <b:include data='post'
name='shareButtons'/>
        </b:if>
 </div>

অথবা শুধুমাত্র <b:include data='post' name='shareButtons'/> এই কোডটি ডিলিট করলেও চলবে। 
৩।এবার নতুন শেয়ার বাটন যুক্ত করতে Ctrl+F চাপুন এবং সাচ© বক্সের সাহায্যে নিচের কোডটি
খুঁজে বের করুনঃ
ব্লগ পোষ্টের নিচে শেয়ার বাটন যোগ করতে নিচের কোডটি

<div
class='post-footer-line post-footer-line-3'/>

৪। ঠিক এই লাইনের ‍উপরে আপনার পছন্দ মত নিচের যেকোন একটি কোড পেষ্ট
করুন।
লিখে খুঁজে বের করুন।
প্রথমঃ
 
এই ধরণের শেয়ার বাটনের জন্য কোডঃ
<div>
<span class='st_facebook_vcount' displayText='Facebook'/>
<span class='st_twitter_vcount' displayText='Tweet'/>
<span class='st_linkedin_vcount' displayText='LinkedIn'/>
<span class='st_pinterest_vcount' displayText='Pinterest'/>
<span class='st_email_vcount' displayText='Email'/>
<span class='st_sharethis_vcount' displayText='ShareThis'/>
</div>
দ্বিতীয়ঃ
এই ধরণের শেয়ার বাটনের জন্য কোডঃ
<div>
<span class='st_sharethis_hcount' displayText='ShareThis'></span>
<span class='st_facebook_hcount' displayText='Facebook'></span>
<span class='st_twitter_hcount' displayText='Tweet'></span>
<span class='st_linkedin_hcount' displayText='LinkedIn'></span>
<span class='st_pinterest_hcount' displayText='Pinterest'></span>
<span class='st_email_hcount' displayText='Email'></span>
</div>
তৃতীয়ঃ

এই ধরণের শেয়ার বাটনের জন্য কোডঃ
<div>
<span class='st_facebook_large' displayText='Facebook'></span>
<span class='st_twitter_large' displayText='Tweet'></span>
<span class='st_linkedin_large' displayText='LinkedIn'></span>
<span class='st_pinterest_large' displayText='Pinterest'></span>
<span class='st_email_large' displayText='Email'></span>
<span class='st_sharethis_large' displayText='ShareThis'></span>
</div>
আর ব্লগ টাইটেলের নিচে শেয়ার বাটন যোগ করতে নিচের কোডটি খুঁজে
বের করুনঃ
<div class='post-header'>
<div class='post-header-line-1'/>
    </div>
এবার শেয়ার বাটন কোডটি <div
class='post-header'> 
এর নিচে পেষ্ট করুন। তাহলে
কোডটি এমন হবেঃ
<div class='post-header'>
<div>
<span class='st_facebook_vcount' displayText='Facebook'/>
<span class='st_twitter_vcount' displayText='Tweet'/>
<span class='st_linkedin_vcount' displayText='LinkedIn'/>
<span class='st_pinterest_vcount' displayText='Pinterest'/>
<span class='st_email_vcount' displayText='Email'/>
<span class='st_sharethis_vcount' displayText='ShareThis'/>
</div>
<div
class='post-header-line-1'/>
    </div>
৫। এবার Ctrl+F চাপুন এবং </head> কোডটি খুজে বের করুন। এবার নিচের কোডটি ঠিক </head> এর উপরে পেষ্ট করুন।
<script type="text/javascript">var switchTo5x=true;</script>
<script type="text/javascript" src="http://w.sharethis.com/button/buttons.js"></script>
<script type="text/javascript">stLight.options({publisher: "435b5b59-4d14-4db6-9006-09332c012dbe"});</script>
আশা করি আপনি নিজেই এটি করতে পারবেন। আর আপনার সমস্যায় কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।
ডেমো দেখুন শেয়ার বাটন ডেমো
আশা করি আপনি নিজেই এটি করতে পারবেন। আর আপনার সমস্যায় কমেন্ট করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে এমন টিপস পেতে ভিজিট করুন আমার ব্লগOnline Tutorial-BD  সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।

Sunday 3 November 2013

এসে গেল বাংলা হাদিস সফটওয়্যার ০.৩ ভার্সন



প্রিয় বন্ধুরা আসসালামুআলাইকুম রাহমাতুল্লাহে ওয়াবারাকাতুহু,
অনেকদিন পর প্রায় দীর্ঘ ৪ মাস পর আসলাম আপনাদের সেবায় আমাদের দেশের সেরা তথ্যপ্রযুক্তি টেকটিউনসের মাধ্যমে। আপনারা হয়তো অনেকে জানেন আমরা দেশে সর্বপ্রথম সাফল্যের সাথে বাংলা হাদিস সফটওয়্যার প্রকাশ করেছি গত বছরের শেষ হতে। আমরা একটি টিম গঠন করেছি নামDBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)।দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা অনেক দুর এগিয়ে গিয়েছি। আমাদের টিমে দেশ বিদেশের অনেকেই নিঃসার্থভাবে আল্লাহর খুশি ও পুরষ্কারে প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন অবিরত। আলহামদুলিল্লাহ যেহেতু সফটি তিনটি ভাষায় অনুদিত হয়েছে (আরবী, বাংলা ও ইংলিশ) ভাষায় আপনাদের খেদমতে এ সফটওয়্যারটি পেশ করার তাওফিক দিয়েছেন।  সমগ্র মানবজাতির জন্যএ সফটি সম্পূর্ন free এবং অর্থনৈতিক ব্যবসামুক্ত।
আগেই উল্লেখ্য যে আমাদেরঅনলাইনের হাদিসের কাজ আলহামদুলিল্লাহ অনেকদুর এগিয়েছে, আপনাদের অভিভাদন জানাচ্ছি আমাদের অনলাইনের হাদিস ওয়েবসাইটে। আমাদের শ্রদ্ধেয় রোকন ভাই অনেক ব্যস্ততার মাঝেও যথেষ্ঠ সময় ও যত্ন নিয়ে ওয়েব সাইটটিকে হাদিসের অনলাইনের সমৃদ্ধ ডাটাবেজে পরিনত করেছেন ও অবিরাম উৎসাহের সাথে কাজ করে চলেছেন।
যেহেতু প্রায় ৪ মাস পর আমাদের ৩য় ভার্সন বের হয়েছে ভূল-ত্রুটি থাকাটাই স্বাভাবিক। নতুন ব্যবহারকারীদের জন্য আলাদা একটা ফাইলে ছবি আকারে ব্যবহার পদ্বতি দেখানো হয়েছে যা অতি সহজ। আমরা এখনো বানান ভূলগুলো শুদ্ধ করছি। আপনাদের নিকট অনুরোধ থাকবে যদি কোন ভূল দেখতে পান আমাদের অতি স্বত্তর জানাবেন নিম্নলিখিত মেলে। কিছুদিন পর পর  আপনাদের নতুন আপডেট ভার্সন জানাতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। লোডশেডিং-এর কারনে আমাদের আপডেট সময় ৬০% বেড়ে গিয়েছিল ।
দেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত ভায়েরা বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে অতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছেন যার বেশিরভাই ছাত্র। আমাদের উদ্দেশ্য ২৮ কোটি বাংলাভাষীর জন্য সম্পূর্ন বিনামূল্যে বাংলা হাদিসের ইউনিকোড সফটওয়্যার ও ৭৫০ কোটি মানুষের জন্য আরবী ও ইংলিশ ভাষায় ইউনিকোড সফটওয়্যার সৃষ্টি করা যা আমাদের জানামতে আমরাই পৃথিবীকে সর্বপ্রথম। ইনশাআল্লাহ আমরা EPub, Mobi Application, IPhone Apps, Android Apps, jQuery Mobile template, Amazon Kindle তৈরী করছি ও কয়েকদিনের মধ্যে আপনাদের সেবায় পৌছাঁতে পারবো বলে আশা রাখি।
আল্লাহর রহমতে আমরা আরো সহিহ হাদিস ডিজিটালাইজড করছি। আমাদের আরো নতুন “হাদিস এন্ট্রি সেচ্ছাসেবক” প্রয়োজন। এ মহৎ কাজে আমাদের সহোযোগিতা করুন ও অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করুন। আর কথা না বাড়িয়ে আপনাদের খেদমতে বিভিন্ন স্থানে সফটটি লোড করে দিয়েছি যাতে একটি লিংক কাজ না করলে অন্যটি কাজ করবে ইনশাআল্লাহ। তবুও সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। download.com- এ আমাদের এ সফটটি আছে সেটাতে 0.3 ভার্সন আসতে একটু সময় লাগবে। যদি নিচের লিংকে সব ওভার লোড দেখায় ও লিংক বন্ধ হয়ে যায় অনুরোধ থাকবে কয়েকদিন অপেক্ষা করে download.com- এর লিংক হতে লোড করার জন্য। কারন এ লিংকে আনলিমিটেড লোড করা যায়। আমাদের
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম) এ সকল সদস্যদের জন্য দোআ করবেন। নিচে আপনাদের বিভিন্ন লোড সেন্টারের লিংক দিলাম, ক্লিক করলে আপনি সরাসরি ডাউনলোড লিংকে চলে যাবেন সাইজ ৫২ মেগাবাইট-
মিডিয়া ফায়ার লিংক-১
মিডিয়া ফায়ার লিংক-২
ড্রপ বক্স লিংক- ১
হাদিস বিডি.কম লিংক
উপরোক্ত লিংকগুলি শুধু মাত্র হাদিস অফলাইন সফটের জন্য নিচে আরেকটি লিংক দিলাম যেটাতে আপনি হাদিস ছাড়াও ইংলিশ আর্টিকেল+ প্রশ্নোত্তর পর্ব (শায়খ মুন্নাজিদ্দের)+ বাংলা আরিটকেল পাবেন সাইজ ১১০ মেগাবাইট
হাদিস সফটওয়্যার+ ইংলিশ আর্টিকেল+ প্রশ্নোত্তর পর্ব (শায়খ মুন্নাজিদ্দের)+ বাংলা আর্টিকেল (ক্লিক করুন)
হাদিস সফটওয়্যারে আমরা যা যা সন্নিবিশিত করার প্রষ্টো করেছি এবং এখনো করছি তার লিষ্ট নিচে দেয়া হল-
1) Sahih Bukhari                             15) Adabul Mufrad
2) Sahih Muslim                             16) Hisnul Muslim
3) Riyad Us Saleheen                    17) Jame-at-Tirmidi
4) Bulugul Maram                          18) Fatwa software
5) Imam Nawawi's 40 Hadith      19) English Aritcle software
6) Sahih Hadith Qudsi                   20) Bangla Article software
7) Sunane Nasayee
8) Ibn Majah
9) Jaif o Jaal Hadith series
10) Musnad-e-Ahmed
11) Mishkat sharif
12) Sunane Abu Dauwd
13) Muttah Malilk
14) Shamali-e-Muhammadia

আপনাদের নিকট দোআ প্রত্যাশায় ।
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)
শাহরিয়ার আজম
মেইল এড্রেস-  rub_sanjida@yahoo.com                             sharearazam01@facebook.com
Mob-01735727416 / 01840102613
http://www.facebook.com/pages/DBHT/603417713008497
এ সফটওয়্যার আপডেট নিম্নলিখিত ওয়েবে পাওয়া যাবে-
facebook.com/dbht1
http://islamk-janun.blogspot.com/
http://www.hadithbd.com/

নিয়ে নিন ডেস্কটপকে সুন্দর করার জন্য একটি সফটওয়ার desktop icon toy v4.6 with keygen



কে না চায় তার কম্পিউটারকে সুন্দর করে সাজাতে । তাই আজকে আমি হাজির হলাম অসাধারন একটি সফট নিয়ে । যার নাম হল desktop icon toy. ভাই ভয় পাইয়েন না সাথে সফটটার keygen ও আছে । আমি এই সফটটা সম্পর্কে বেশি কিছু বলতে চাই না । আপনারা এটি ব্যাবহার করলেই বুজতে পারবেন ।

৬৪ বিট ডাউনলোড লিঙ্ক

৩২ বিট ডাউনলোড লিঙ্ক

keygen

Friday 1 November 2013

যে কোনো প্রসেসরকে বানিয়ে ফেলুন Core i7

 আপনার বন্ধুরা কোর আই ফাইভ বা কোর আই সেভেন ব্যবহার করে। কিন্তু আপনারটা সেলেরন/ডুয়েল কোর। প্রসেসর আপগ্রেড করবেন সে অবস্থাও এ মুহূর্তে নেই। কোনো সমস্যা নেই, ছোট্ট একটা ট্রিক ব্যবহার করে খুব সহজেই আপনার বন্ধুদের বোকা বানিয়ে ফেলতে পারবেন। কনফিগারেশনে আপনার সেলেরন প্রসেসরকেই দেখাবে কোর আই থ্রি বা সেভেন!
139 যে কোনো প্রসেসরকে বানিয়ে ফেলুন Core i7
এজন্য নোটপ্যাড চালু করে নিচের কোডটুকু লিখে ফেলুন অথবা কপি পেস্ট করুন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINEHARDWAREDESCRIPTIONSystemCentralProcessor]
“ProcessorNameString”=”Intel Core I-7″
এখানে Intel Core i7 এর পরিবর্তে যা লিখবেন সেটাই হবে আপনার প্রসেসরের নাম। ফাইলটি processor.reg নামে সেভ করে ক্লোজ করুন। এবার ফাইলটি চালু করে Yes বাটনে চাপুন। আপনার প্রসেসরের নাম পরিবর্তিত হয়ে যাবে।
তবে এই কাজটি যখন করবেন শুধুমাত্র সেই সেশনেই নাম পরিবর্তিত হয়ে থাকবে। আপনি যদি নামটি স্থায়ীভাবে রাখতে চান তাহলে একটি শর্টকাট তৈরি করে তা Startup এ রাখতে হবে।
এজন্য ডেস্কটপে একটি শর্টকাট তৈরি করুন। শর্টকাটের লোকেশন দিন regedit/S “Location of the .reg file” অর্থাৎ আপনার তৈরি করা reg ফাইলটি যদি সি ড্রাইভে থাকে তাহলে লিখুন regedit/S “C:processor.reg” ।
এবার আপনার তৈরি করা শর্টকাট ফাইলটি কপি করুন।
আপনি যদি উইন্ডোজ এক্সপি ব্যাবহারকারী হন তাহলে ফাইলটি C:Documents and SettingsAll UsersStart MenuProgramsStartup ডিরেকটরিতে পেস্ট করুন।
আর আপনি যদি উইন্ডোজ ভিস্তা/৭/৮ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে  C:Users {User-Name}AppDataRoamingMicrosoftWindowsStart MenuProgramsStartup ডিরেক্টরিতে পেস্ট করুন।

যে কোন ওয়েবসাইট ব্যবহার করুন অফলাইনে মানে ইন্টারনেট ছারাই

এখনো অনেকেই সাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা বাসায় ইন্টারনেট আছে কিন্তু ব্যান্ডউইথ খরচ হবার ভয়ে মনমত ব্যবহার করতে পারছেন না। তাদের জন্য সহজ সমাধান হল সুযোগমত পুরো সাইটটা ডাওনলোড করে নেয়া এবং অফলাইনে সেটা ব্যবহার করা।
offline website 500x353 যে কোন ওয়েবসাইট ব্যবহার করুন অফলাইনে মানে ইন্টারনেট ছারাই
আজ যে বিষয় টি নিয়ে আলেচনা করব তা হল পরবর্তী ব্যবহারের জন্যে আপনি কিভাবে যেকোন ওয়েবসাইট সম্পূর্ন ডাওনলোড করতে পারবেন। এই কাজটি আইডিএম দিয়ে করা যায়, কিন্তু সেটা পেইড সফটওয়্যার। HTTrack Website Copier হল একটি website কপি করার ফ্রি software.। এই ফ্রি সফটওয়্যার দিয়ে কাজটি করতে পারবেন।
চলুন দেখে নিই কিভাবে কাজটি করা যায়ঃ
HTTrack Website Copier সফটওয়্যার টি ডাউনলোড করুন(মাত্র 4mb) এবং ইনস্টল করুন । সফটওয়্যারটি ওপেন হলে প্রজেক্টের নাম দিন এবং info path এ সাইটটি কোন ফোল্ডার এ সেভ হবে সেটা দেখিয়ে দিন।
নেক্সট বাটন চেপে web address বক্সে আপনি যে সাইটটি ডাওনলোড করতে চান সেটির লিংক দিয়ে নেক্সট চাপুন।
আপনার কাজ শেষ দেখুন এখন আপনার যে সাইট টি প্রয়োজন সে সাইট টি সম্পূর্ন কপি হয়ে যাবে আর আপনি তা Internet না থাকলে ও ব্যবহার করতে পারবেন।
সফটওয়্যার ডাওনলোড লিঙ্কঃ http://www.httrack.com/page/2/en/index.html
টিপসটি কাজে লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না যেন।

বাড়িয়ে নিন আপনার Internet Speed 100%। কোন Softwere ছাড়াই

আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে আমি আমার জানিয়ে আমার টিউনটি শুরু করছি।সবাই নিশ্চিই ভালো আছেন । তো শুরু করা যাক।

1. মোজিলা  ফায়ারফক্স ওপেন করুন।
          2. এড্রেসবারে টাইপ করুন  “about:config”
          3. ম্যাসেজ আসবে  yes  ক্লিক করুন!
          4. এই লেখাটি খুজুন “network.http.pipelining” এবং Valu তে False থাকলে ডাবলক্লিক করে                     True করুন
          5. এই লেখাটি খুজুন “network.http.proxy. pipelining” এবং Valu তে False থাকলে ডাবল ক্লিক                 করে True করুন
          6. মাউসের রাইট  বাটন ক্লিক করুন > new > Integer তে  ক্লিক করুন 
7. ইনপুট বক্সে টাইপ করুন   “nglayout.initialpaint.delay” OK ক্লিক করুন,ইনপুট বক্সে টাইপ করুন  0 (zero) এবং OK ক্লিক করুন 
8. মজিলা রিস্টাট্রাট করুন
কাজ শেষ এবার উপভোগ করুন 100% বেশি স্পিড ।
আশা  করি ভাল লেগেছে।


Sunday 27 October 2013

Activate your windows Vista, Windows 7, Windows 8, Windows 8.1, Windows server 2008,2012 and MS Office 2010,2013 within one minute.

Microsoft Windows is the leading operating system of the world.Because of his easy and friendly user interface.Microsoft releases some of the windows versions as vista,seven,eight,blue,sever (code name) etc. Also the main source of income is the MS Office product. But every product of Microsoft need to activate before use smoothly. There are many activator to activate the MS product.

My own view , the best tool is the Microsoft Toolkit. There are different version of Microsoft toolkit, I suggest the latest Microsoft Office toolkit 2.4.9.to activate all Microsoft office products and following Windows version.

Click here to Download latest Microsoft Toolkit 2.4.9.
Dropbox link: here

Procedure: 
  1. Extract the downloaded file from Winrar/7 zip
  2. Run as administrator
  3. At bottom of the right sight there are two icons one is the office and the other is Windows icon
  4. Click the right one what you want to activate
  5. At last you press activate button.
If you have problem please mention this video tutorial from YouTube....click here

হ্যাকিং শেখার বাংলা বই

বর্তমানে বাংলদেশের তরুনদের হ্যাকিং শেখার উপর প্রচন্ড আগ্রহ দেখা যাচ্ছে (কিছু অলস ব্যাতীত) । আজ থেকে ১ বছর আগে বাংলাদেশে হ্যাকার আছে এটা ভাবাই যেত না । কিন্তু বাংলাদেশের কয়েকটি হ্যাকার গ্রুপের আগমন সবার ধারনাকে পরিবর্তন করে দেয় ।২০১১ সালের শেষ দিকে ভারতীয় খুনী বাহীনি বিএসফ বাংলদেশী তরুন হাবিবুর রহমানের উপর নির্যাতন করলে  বাংলদেশের ব্ল্যাক হ্যাট হ্যাকারস বিএসফ এর ওয়েবসাইট হ্যাক করে প্রতিবাদ জানায় । মুলত ভারতীয় ২০,০০০ ওয়েবসাইট বাংলদেশী হ্যাকাররা ২৪ ঘন্টার মধ্যে হ্যাক করে সারাবিশ্বে হয়চয় ফেলে দেয় । একইসাথে বাংলদেশী হ্যাকাররা তাদের সামর্থ দেখান । হ্যাকাররা তরুনদের সমর্থন পান তার প্রমান হলো ফেসবুকে বাংলদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর ভক্ত হলো ৫৫,০০০ এর বেশী । বাংলদেশ সাইবার আর্মির ২৫,০০০ এর মতন । যাইহোক হ্যাকিং শেখার জন্য নিচের বই দুটি অনেক সাহায্য করবে বলে আমি মনে করি ।


হ্যাকোলোজি : লিখেছেন বাংলদেশের ইথিক্যাল হ্যাকার গ্রুপ P1n1X_Cr3w Cyber Army
ডাউনলোড লিংক - http://www.mediafire.com/?vovo73i1ta5v7bs

আর বিডি পাইরেটের (বাংলদেশের সেরা হ্যাকারদের একজন )
ডাউনলোড লিংক - http://www.mediafire.com/?vbofqgnwzn09n6i

Bye valo thakben.

উইন্ডোজ ৭ এ লগ অন স্ক্রিনে ছবি সেট করুন ইচ্ছেমত

আসলামুয়ালাইকুম আশা করি সবাই আল্লাহর  রহমতে ভাল আছেন । আমিও আছি ভালই । সামনে ভর্তি পরীক্ষা থাকাই ইচ্ছা থাকলেও টিউন করাটা কষ্টকর হয়ে যাচ্ছে । যাই হক এবার কাজের কথাতে আসি ।
আজকের আলচনার বিষয় কিভাবে উইন্ডোজ ৭ এ লগ অন স্ক্রিনে নিজের পছন্দ মত ছবি সেট করার ব্যাপারে । যেভাবে করবেন ।

১. স্টার্ট মেনুর Run অপশন এ যেয়ে regedit  লিখে Run করুন ।


২. তারপরে পরজাইক্রমে এই ফোল্ডার গুলো ওপেন করতে থাকুন । ‘HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background‘.

৩. ‘OEM Background’  এ ডাবল ক্লিক করে ওপেন করুন এবং value  করে দিন ।

 ‘OEM Background’  অপশন টি অখানে না থাকলে আপনাকে তৈরি করে নিতে হবে । 

৪.তারপরে যে ছবিটি সেট করতে চান , তা ঠিক করে নিন , খেয়াল রাখতে হবে ছবিটি যেন ২৪৫ কিঃবাঃ এর বেশি না হয় । 

৫.এখন ছবিটি এই ফোল্ডারে কপি করুন  ‘%windir%\system32\oobe\info\backgrounds‘ folder.এই নামে ফোল্ডার না থাকলে তা তৈরি করে নিন ।

৬.ছবিটি রিনেম করুন এই নামে  backgroundDefault.jpg

তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট করলে দেখবেন যে লগ অন স্ক্রিন পরিবর্তন হয়ে গিয়েছে । ধন্যবাদ । 

”আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল” Just Double Click

বিসমিল্লাহির রহমানির রহিম। 
আসসালামুআলাইকুম 
সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি।  আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন ।
আজ আপনাদের জন্য একটি মজার জিনিস নিয়ে এসেছি। এটি হল একটি কোড। আপনি এই কোডটি দিয়ে আপনার শত্রুর কম্পিউটারকে করে দিতে পারবেন পুরোপুরি অচল। মাত্র এক লাইনের এই কোডটি পিসির প্রত্যেকটি হার্ডডিক্স ড্রাইভ করে দিবে ফরম্যাট। হি হি হি। তবে এটির কোন খারাপ ব্যবহার করবেন না বা এটি দিয়ে কারও ক্ষতি করবেন না।
ছোটবেলায় অনেক সাইবার ক্যাফের হার্ডডিক্স ফরমেট মেরে দিয়ে আসতাম এইটা দিয়ে!!!
কোডটি হল নিচের লাইনটি।

01001011000111110010010101010101010000011111100000

কিভাবে করবেন
> কোডটি কপি করে একটি নোটপ্যাডে পেষ্ট করুন।

> এবার নোটপ্যাডটি my computer.exe নামে সেভ করুন।
> এবার এই ফাইলটি আপনার শত্রুর পিসির যে কোন ড্রাইভে রাখুন।

> এবার মূল ফাইলটির একটি শর্টকাট ফাইল ডেক্সটপে রাখুন।


> ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান।

> এখান থেকে Change Icon এ যান।

> এবার মাই কম্পিউটারের মতো করে একটি আইকন নিন।

> সর্বশেষ কাজ হল ডেক্সটপের মূল My Computer মুছে দিন।
> আর কি এবার আপনার শত্রু যখন My Computer খুলবে আর সাথে সাথে…..। বুঝতেই পারছেন.....................“বি:দ্র: টিউনটি এর আগে কেই করে থাকলে আমার কোন দোষ নেই ।। কারন  যেই করছে তার দোষ, আমি তো জানিনা কে ? কোথায় ? কথন করেছে ? ” 

Wednesday 11 September 2013

আপনার কম্পিউটার অটো shutdown হবে, time ফিক্সড করে দিয়ে আরামছে ঘুমিয়ে পড়ুন।

বন্ধুরা কেমন আছেন আপনারা?? আশা করি ভাল আছেন। আজ আপনাদের সাথে খুবি সিম্পল এবং জটিল ও কাজের একটি টিপস শেয়ার করবো। আমরা যেহেতু নেট ইউজ করি তাই মাঝে মাঝে কিছু নাটক, মুভি ইত্যাদি ডাউনলোড করে থাকি, আর ডাউনলোড করার মুক্ষম সময়টিই রাত্রে শুভার সময়। কিন্তু সমস্যা হল যখন ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয় তখন ঘুম ভেঙ্গে শোয়া থেকে উঠে কম্পিউটার বন্ধ করতে হয় যা খুবি বিরক্তিকর।
তাই আজ এই সমস্যাটির সমাধানটাই দেখাবো আপনাদেরকে।
কাজটি একদম সহজ, শুধু স্টার্ট মেনু থেকে run অপশন ওপেন করুন, তারপর নিচের লিখাগুলো কপি করে পেস্ট করুন...........
shutdown.exe -s -t120
লক্ষ করুন এখানে সময়টা নির্ধারণ করা হয়েছে সেকেন্ড হিসেবে, মানে আপনি সময় যাই ফিক্সড করেন ওটা করতে হবে সেকেন্ড হিসেবে। এখানে t এর পরে যা দেখতেছেন তাহাই হল সময়,
আমি আমার কম্পিউটার ২ মিনিট পরে বন্ধ করতে চাচ্ছি তাই আমি ১২০ সেকেন্ড দিলাম।
ব্যাস আপনার কাজ শেষ, এবার আরামছে ঘুমিয়ে পড়ুন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.......................
এই রকম আরও কিছু পোস্ট আপনার জন্য, দেখে নিতে পারেন.........।।

Thursday 5 September 2013

ব্লগার এ ২০ টার বেশি পেজ করতে পারছেন না? সমাধান এখানে……

সবাইকে সালাম ও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অনেকে গুগল এর ফ্রী সেবা ব্লগার এ ব্লগ খুলে ব্লগিং করে থাকি। যেহেতু ব্লগার গুগল এর ফ্রী একটি সেবা তাই এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তেমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক!
আপনারা হয়তো জেনে থাকবেন ব্লগার এ ২০ টার বেশি পেজ বানানো যাইনা। যারা এখনো বিষইটি টের পাননি তারা চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন ২০ টি পেজ বানানোর পর ২১ নাম্বার পেজ বানাতে গেলে এরকম একটি মেসেজ দেখাবেঃ

কি দেখলেন তো ?
চিন্তার কিছু নেই। এখনই পেয়ে যাবেন সমাধান।
১। আপনার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ যান এবং আপনার প্রয়োজন মত ২০ টি পেজ তৈরি করে নিন।
২। এবার ২০ টি পেজ থেকে যে কোন একটি পেজ এর এডিট বাটন এ ক্লিক করুন।
৩। এবার পেজ টির url ব্রাউজার এর এড্রেস বার থেকে কপি করুন এবং নোটপ্যাড এ সেভ করুন।
৪। এবার এই পেজ টি ডিলিট বাটন এ ক্লিক করে মুছে ফেলুন। (ভয় নেই পেজটিকে আবার ফিরে পাবেন)
৫। এবার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ গিয়ে নতুন একটি (২১ নাম্বার) পেজ বানান এবং পাবলিশ করুন। এখন আপনার ব্লগ এ ২০ তি পেজ আছে।
৬। এবার আপনার পুরনো পেজটি ( যেটি নোটপ্যাড এ url সেভ করে মুছে ফেলেছিলেন ) পুনরুদ্ধারের পালা। আপনার ব্রাউজার এ নতুন একটি ট্যাব ওপেন করুন এবং সেখানে নোটপ্যাড এর url টি কপি করে পেষ্ট করে ভিসিট করুন। দেখবেন আপনার সেই পেজটি এই ট্যাব এ ওপেন হয়েছে।
৭। এবার পাবলিশ বাটন এ ক্লিক করুন এবং আপনার ব্লগ এ গিয়ে দেখুন আপনার পুরাতন পেজ টি আবারও ফিরে এশেছে।

 কি ঠিক বললাম তো? গুনে দেখুন এবার আপনার ব্লগ এ সফলভাবে ২১ টি পেজ তৈরি হয়ে গেছে (যদি আপনি আমার instruction সঠিক ভাবে অনুসরণ করে থাশরন)। এভাবে আপনি আপনার ইচ্ছা মত যত খুশি পেজ তৈরি করুন। Happy Blogging!

লেখাটি ভিডিও টিউটোরিয়াল সহ দেখতে এখানে ক্লিক করুন


Friday 30 August 2013

আপনার বন্ধুর মনে ভয় ধরিয়ে দিন বার বার তার সিডি/ডিভিডি ড্রাইভ Eject করে !!

সবাই আশা করি ভালই আছেন। নোটপ্যাড নিয়ে আরেকটি দারুন ট্রিকস নিয়ে হাজির হলাম। রাত বেশি বেজে গেছে। তাই খুব একটা বেশি ভুমিকা লিখলাম না। কথা না বলে এখন তাহলে দেখে নিন আপনার বন্ধুর কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ Eject করে তার মনে যেভাবে ভয় ধরিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করবেন।
  • প্রথমে Start/All Programs/Accessories থেকে Notpad Open করুন।
  • তারপর নিচের এই কোডটি Paste করুন।
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
  • তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন Virus.vbs (Virus এর জায়গায় অন্য নাম দিতে পারেন)

  • তারপর Save করে নিন।
  • কাজ শেষ। এখন আপনি আপনার বন্ধুকে এই VBS ফাইলটি মেইল করে পাঠিয়ে দিন বা অন্য যে কোন উপায়ে তার কম্পিউটারে রাখুন। ব্যাস, এরপর সে ফাইলটিতে ক্লিক করার সাথে সাথেই Automatic তার সিডি/ডিভিডি ড্রাইভ Eject হতে শুরু করবে। ফাইলটি কেটে দিলেও এ অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে না! সে যদি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আসল উপায় না জানে, তবে সে তো ভয়েই অস্থির হয়ে যাবে !
এবার বলি যেভাবে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেনঃ
  • ALT+CTRL+Delete চাপ দিয়ে আপনার Windows Task Manager টা Open করুন। তারপর উপরের Option Processes এ ক্লিক করে একদম নিচের wscript.exe তে Right Click করুন। তারপর End Process এ ক্লিক করুন।

  • তারপর আরেকবার End Process এ ক্লিক করুন।

  • শেষ। তাহলে এরপরে আর সিডি/ডিভিডি ড্রাইভ Eject হওার পুনরাবৃত্তি হবে না।

Friday 23 August 2013

Is smoking good for human health?????

 

 Rafikul Islam





                                    MOB:8820527278

                               Email:rafislam.4972@gmail.com

 The Effects of Smoking on Human Health

The effects of smoking on human health are serious and in many cases, deadly. There are approximately 4000 chemicals in cigarettes, hundreds of which are toxic. The ingredients in cigarettes affect everything from the internal functioning of organs to the efficiency of the body's immune system. The effects of cigarette smoking are destructive and widespread.

Smoking Effects on the Human Body:~

  • Toxic ingredients in cigarette smoke travel throughout the body, causing damage in several different ways.
  • Nicotine reaches the brain within 10 seconds after smoke is inhaled. It has been found in every part of the body and in breast milk.
  • Carbon monoxide binds to hemoglobin in red blood cells, preventing affected cells from carrying a full load of oxygen.
  • Cancer-causing agents (carcinogens) in tobacco smoke damage important genes that control the growth of cells, causing them to grow abnormally or to reproduce too rapidly.
  • The carcinogen benzo(a)pyrene binds to cells in the airways and major organs of smokers.
  • Smoking affects the function of the immune system and may increase the risk for respiratory and other infections.
  • There are several likely ways that cigarette smoke does its damage. One is oxidative stress that mutates DNA, promotes atherosclerosis, and leads to chronic lung injury. Oxidative stress is thought to be the general mechanism behind the aging process, contributing to the development of cancer, cardiovascular disease, and COPD.
  • The body produces antioxidants to help repair damaged cells. Smokers have lower levels of antioxidants in their blood than do nonsmokers.
  • Smoking is associated with higher levels of chronic inflammation, another damaging process that may result in oxidative stress.

Tuesday 20 August 2013

Is Facebook Good Or Bad For Student?????

 RAFIKUL ISLAM

                                       MOB:8820527278

                                       EMAIL:rafislam.4972@gmail.com 

                 Is Facebook Good Or Bad For Student?????

Does Facebook have a positive or negative effect on students? Oh, if only the issue were so clear-cut!
Most recently, OnlineEducation.net, an online database designed to inform current and prospective students about education opportunities in the U.S., compiled a mound of research data on college students and their use of social media.
On analyzing it, the group could only conclude that the results were inconclusive and mixed. Thus, the debate roils on.
Key survey findings include:
  • 96 percent of college students use Facebook;
  • Grades of students who checked Facebook while studying were 20% lower than grades of those who didn’t check Facebook while studying;
  • 79 percent of students did not believe that multitasking in the way mentioned above negatively affected their grades;
  • 20 percent of students that use social media reported feeling connected to their institution;
  • 75 percent of college students reported wanting to collaborate online.
None of this is earth-shattering. If a student in the throes of cramming for finals is distracted every few minutes by the urge to check Facebook status updates involving friends’ day-to-day dating sagas and roommate skirmishes, it only makes sense that the student will be less engaged in learning, absorb less knowledge and likely score lower on the big test.
Yet, the same results might be seen for students who get up every few minutes to grab a snack, watch TV or incessantly pick up the phone to text or call friends while studying.
However, if the student is using Facebook to propel his or her knowledge, for example, by participating in a Facebook group created by a professor for students of a particular class, than the social network may have a positive influence on education and spark the student’s interest in learning certain subject matter.
For instance, in such a space professors and students can participate in the sharing of knowledge, by posting articles (and responses to them), speaker events, lectures and personal experiences involving topics related to the course. When this happens, Facebook can be a boon to education, actively engaging students in the pursuit of knowledge. Yet, as AllFacebook recently reported, teachers are increasingly discouraged (for good reason) from accepting students’ friend requests.
An important benefit seen in the statistics above is the ability of Facebook to make college students feel socially connected, with a greater sense of community. This can be beneficial in boosting students’ self-esteem. Past studies have shown that students who are active on Facebook are more likely to participate in extra-curricular activities.
But, as we have also seen in the news, social media can also have a negative effect on emotional health when abused by cyberbullies who harass and torment peers.
Also, as AllFacebook reported, one study found that students with the most friends on Facebook feel more health-harming stress. Thus, students should be warned to not put too much stock in the social network. At the end of the day, students, as all people, of course, are more than the sum of their social network.
Ultimately, like with anything, how social media affects students may come down to how it is used and the frequency with which it is used.
Readers, do you think Facebook is good or bad for students?
back to top