Tech Palace
This is a crucial
 Welcome To Tech Palace

Hello Visitors, Welcome.

 WELCOME

              T
E
C
H
P
A
L
A
C
E
       

 WELCOME

Friday 1 November 2013

যে কোন ওয়েবসাইট ব্যবহার করুন অফলাইনে মানে ইন্টারনেট ছারাই

এখনো অনেকেই সাইবার ক্যাফেতে বসে ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা বাসায় ইন্টারনেট আছে কিন্তু ব্যান্ডউইথ খরচ হবার ভয়ে মনমত ব্যবহার করতে পারছেন না। তাদের জন্য সহজ সমাধান হল সুযোগমত পুরো সাইটটা ডাওনলোড করে নেয়া এবং অফলাইনে সেটা ব্যবহার করা।
offline website 500x353 যে কোন ওয়েবসাইট ব্যবহার করুন অফলাইনে মানে ইন্টারনেট ছারাই
আজ যে বিষয় টি নিয়ে আলেচনা করব তা হল পরবর্তী ব্যবহারের জন্যে আপনি কিভাবে যেকোন ওয়েবসাইট সম্পূর্ন ডাওনলোড করতে পারবেন। এই কাজটি আইডিএম দিয়ে করা যায়, কিন্তু সেটা পেইড সফটওয়্যার। HTTrack Website Copier হল একটি website কপি করার ফ্রি software.। এই ফ্রি সফটওয়্যার দিয়ে কাজটি করতে পারবেন।
চলুন দেখে নিই কিভাবে কাজটি করা যায়ঃ
HTTrack Website Copier সফটওয়্যার টি ডাউনলোড করুন(মাত্র 4mb) এবং ইনস্টল করুন । সফটওয়্যারটি ওপেন হলে প্রজেক্টের নাম দিন এবং info path এ সাইটটি কোন ফোল্ডার এ সেভ হবে সেটা দেখিয়ে দিন।
নেক্সট বাটন চেপে web address বক্সে আপনি যে সাইটটি ডাওনলোড করতে চান সেটির লিংক দিয়ে নেক্সট চাপুন।
আপনার কাজ শেষ দেখুন এখন আপনার যে সাইট টি প্রয়োজন সে সাইট টি সম্পূর্ন কপি হয়ে যাবে আর আপনি তা Internet না থাকলে ও ব্যবহার করতে পারবেন।
সফটওয়্যার ডাওনলোড লিঙ্কঃ http://www.httrack.com/page/2/en/index.html
টিপসটি কাজে লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না যেন।

No comments:

Post a Comment

back to top