বর্তমানে বাংলদেশের তরুনদের হ্যাকিং শেখার উপর প্রচন্ড আগ্রহ দেখা যাচ্ছে (কিছু অলস ব্যাতীত) । আজ থেকে ১ বছর আগে বাংলাদেশে হ্যাকার আছে এটা ভাবাই যেত না । কিন্তু বাংলাদেশের কয়েকটি হ্যাকার গ্রুপের আগমন সবার ধারনাকে পরিবর্তন করে দেয় ।২০১১ সালের শেষ দিকে ভারতীয় খুনী বাহীনি বিএসফ বাংলদেশী তরুন হাবিবুর রহমানের উপর নির্যাতন করলে বাংলদেশের ব্ল্যাক হ্যাট হ্যাকারস বিএসফ এর ওয়েবসাইট হ্যাক করে প্রতিবাদ জানায় । মুলত ভারতীয় ২০,০০০ ওয়েবসাইট বাংলদেশী হ্যাকাররা ২৪ ঘন্টার মধ্যে হ্যাক করে সারাবিশ্বে হয়চয় ফেলে দেয় । একইসাথে বাংলদেশী হ্যাকাররা তাদের সামর্থ দেখান । হ্যাকাররা তরুনদের সমর্থন পান তার প্রমান হলো ফেসবুকে বাংলদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস এর ভক্ত হলো ৫৫,০০০ এর বেশী । বাংলদেশ সাইবার আর্মির ২৫,০০০ এর মতন । যাইহোক হ্যাকিং শেখার জন্য নিচের বই দুটি অনেক সাহায্য করবে বলে আমি মনে করি ।


হ্যাকোলোজি : লিখেছেন বাংলদেশের ইথিক্যাল হ্যাকার গ্রুপ P1n1X_Cr3w Cyber Army
ডাউনলোড লিংক - http://www.mediafire.com/?vovo73i1ta5v7bs
আর বিডি পাইরেটের (বাংলদেশের সেরা হ্যাকারদের একজন )
ডাউনলোড লিংক - http://www.mediafire.com/?vbofqgnwzn09n6i
Bye valo thakben.
No comments:
Post a Comment